রাজ্যের ৫ ধর্ষণের ঘটনায় শাসক দলের কাছে কেস ডাইরি তলব হাইকোর্টের

রাজ্যের পৃথক পাঁচটি জায়গায় ধর্ষণের ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট ও কেস ডাইরি তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ও…

রাজ্যের পৃথক পাঁচটি জায়গায় ধর্ষণের ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট ও কেস ডাইরি তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ও কেস ডাইরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামী ২২ এপ্রিল পরবর্তী শুনানি রয়েছে । সেদিন রাজ্যকে জমা দিতে হবে রিপোর্ট ও কেস ডাইরি।

সম্প্রতি নতুন করে পরপর ৫টি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। একের পর এক ঘটে যাওয়া গণধর্ষণ ঘটনায় সিবিআই (CBI) তদন্ত চলছে। এদিকে আর্থিক ক্ষতিপূরণ নির্যাতিতার সু-চিকিৎসার বন্দোবস্ত করা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন আইনজীবীরা। পিংলা, শান্তিনিকেতন, ময়নাগুড়ি, নেত্রা ,নামখানার ঘটনায় কেস ডাইরি তলব করেছে হাইকোর্ট।

   

রাজ্যে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনায় জল গড়িয়েছে হাইকোর্টে। এদিকে রাজ্যের চার জায়গায় ধর্ষণের ঘটনার তদন্তে রয়েছেন আইপিএস তথা কলকাতার স্পেশাল সিপি দময়ন্তী সেন। তাঁর নেতৃত্বেই মাটিয়া, বাঁশদ্রোণী, দেগঙ্গা এবং ইংরেজবাজার, এই চার ধর্ষণ-কাণ্ডের তদন্ত চলছে।