শীতলকুচির ঘটনায় রাজ্য, কেন্দ্রের কাছে হলফনামা তলব হাইকোর্টের

শীতলকুচির ঘটনা নিয়ে ফের একবার সরব হল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালের ১০ এপ্রিল বিধানসভার ভোট চলাকালীন গুলির শব্দে। কেঁপে উঠেছিল কোচবিহারের শীতলকুচি। ১০ এপ্রিল শীতলকুচিতে…

শীতলকুচির ঘটনা নিয়ে ফের একবার সরব হল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালের ১০ এপ্রিল বিধানসভার ভোট চলাকালীন গুলির শব্দে। কেঁপে উঠেছিল কোচবিহারের শীতলকুচি। ১০ এপ্রিল শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল পাঁচজনের।

গুলি চালানোর অভিযোগ উঠেছিল কেন্দ্রে মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে। ঘটনা নয় সেইসময় যথেষ্ট টানাপোড়েন চলেছিল।  এবার এই ঘটনা নিয়ে ফের একবার স্মৃতি উস্কে দিল হাইকোর্ট।

   

সোমবার ঘটনায় হাইকোর্ট জানতে চায় ক্ষতিগ্রস্তরা কী ক্ষতিপূরণ পাবেন? পেলে কত পাবেন? কারা ক্ষতিপূরণ দেবেন? এই মর্মে রাজ্য, কেন্দ্রের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ক্ষতিগ্রস্থরা জেহেতু নিজেরাই ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন, তাই তাদের হয়ে তৃতীয় ব্যক্তিদের আবেদন বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ।

Advertisements

১০ এপ্রিল বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৪ জনের। গুলিতে মৃত্যু হয় মনিরুজ্জামান মিঞা, হামিউল হক, হামিদুল মিঞা ও নুর আলম মিঞাদের। সেইসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News