Ramnabami:হাওড়ায় রামনবমীর মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট

হাওড়ায় রামনবমীর মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। লোকসভা ভোট ২০২৪ আগে সব রাজনৈতিক দলের নজর থাকবে রামনবমীর দিকে। আর সেই রামনবমী নিয়ে আগে থেকেই…

West Bengal: Kolkata High Court Withdrawal Stay Order On Para Teacher

হাওড়ায় রামনবমীর মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। লোকসভা ভোট ২০২৪ আগে সব রাজনৈতিক দলের নজর থাকবে রামনবমীর দিকে। আর সেই রামনবমী নিয়ে আগে থেকেই সতর্ক থাকতে চাইছে প্রশাসন। অতীতে রামনবমীতে বহুবার গণ্ডগোল হওয়ার ঘটনা ঘটেছে। তাই এইবছর হাইকোর্ট রামনবমীর মিছিলের ক্ষেত্রে কিছু শর্ত লাগু করেছে বলে জানা গিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ এই অনুমতি দিয়েছে।

এই নির্দেশে বলা হয়েছে, ২০০ জনের জমায়েত নিয়ে শোভাযাত্রায় হবে। বি ই কলেজের ১ নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত করা যাবে এই শোভাযাত্রা। মিছিল যেন কোথাও না দাঁড়ায় সেই নির্দেশও দিয়েছে কোর্ট। এই শোভাযাত্রায় কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না।শুধু তাই নয়, প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না।রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। এছাড়াও বলা হয়েছে, দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। রামের মূর্তি ব্যবহারের জন্য শোভাযাত্রায় একটি গাড়ি রাখার অনুমতি দিয়েছে কোর্ট।

   

সোমবার কোচবিহারের সভা থেকে রামনবমীর দিন গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির তরফ থেকে তৃণমূল গণ্ডগোল করতে পারে বলে অভিযোগ করা হয়েছে। ভোটের আগে এই রামনবমীর মিছিল এখন সব রাজনৈতিক দলের পাখির চোখ হয়ে উঠেছে।