High Court :মুখ্যসচিবকে চিঠি দিল কলকাতা হাইকোর্ট

মুখ্যসচিবকে চিঠি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মুখ্যসচিব বিপি গোপালিকাকে নোটিস দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজন সরকারী আধিকারিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রাজ্য…

Calcutta High Court

মুখ্যসচিবকে চিঠি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মুখ্যসচিব বিপি গোপালিকাকে নোটিস দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজন সরকারী আধিকারিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুমতি না দেওয়ার জন্য তদন্ত প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।

শুক্রবার সিবিআই তরফে আদালতে জানানো হয় যে,সরকারের তরফে তদন্তের অনুমোদন না মেলায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়নি বলে জানায় কেন্দ্রীয় সংস্থা। নিয়ম অনুযায়ী যদি কোনও মন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে হয়, তবে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন। আর সরকারি আধিকারিকদের ক্ষেত্রে মুখ্যসচিবের অনুমোদনের দরকার। নিয়োগ মামলায় পার্থ চক্রবর্তীদের ক্ষেত্রে সেই অনুমতি মিলেছে। কিন্তু সুবীরেশ,কল্যাণময়দের জন্য প্রয়োজনীয় অনুমোদন মেলেনি।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন,” উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে, সেটা আইনের এবং জনগণের বিশ্বাসের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে।” কেন এখনও এই তদন্তের অনুমতি মেলেনি সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । কেইনবা অনুমোদন দিতে দেরী হচ্ছে, সেইসব বিষয় আদালতকে জানাতে হবে মুখ্যসচিবকে।

যদিও রাজ্যের তরফে জানানো হয়েছে, ” সরকারি আধিকারিকদের যাতে তদন্তের নামে হয়রানি না করা হয়, সে কারণেই অনুমতি গ্রহণের এই নিয়ম বা আইন রয়েছে।” আগামী ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।