২৪-২৫ মে…ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় সতর্কতা জারি

বাংলাজুড়ে ফের একবার নিম্নচাপের ভ্রূকুটি। ইতিমধ্যে বর্ষা (Monsoon) নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে এবং আগামী ৭২ ঘণ্টায় এটি আরো অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে । শুধু তাই…

বাংলাজুড়ে ফের একবার নিম্নচাপের ভ্রূকুটি। ইতিমধ্যে বর্ষা (Monsoon) নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে এবং আগামী ৭২ ঘণ্টায় এটি আরো অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে । শুধু তাই নয়, কেরলেও প্রবেশ করতে চলেছে বর্ষা। এরই মাঝে ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি (IMD) আবহাওয়া নিয়ে বড় তথ্য দিল আজ সোমবার।

আইএমডির তরফে এক বুলেটিন জারি করে বলা হয়েছে, ২২ মে নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (Low Pressure) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি প্রাথমিকভাবে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৪ মে সকাল নাগাদ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি গভীর নিম্নচাপ নাকি সাইক্লোনে পরিণত হবে সেটা আগামী সময়ই বলবে।

   

আইএমডি এখানেই না থেমে আরও জানিয়েছে, আগামী ২৪ ও ২৫ মে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের ২৩ মে থেকে মধ্য বঙ্গোপসাগরে এবং ২৪ মে থেকে উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৩ মে-র আগে উপকূলে ফিরে আসারও পরামর্শ দেওয়া হয়েছে। 

অন্যদিকে কয়েক পশলা আজ বৃষ্টি হয়ে গেল কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের বহু জায়গায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে বলে খবর। এছাড়া আগামী কয়েক ঘন্টার মধ্যে বেশ কিছু জেলা যেমন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দফতরের তরফে বজ্রবিদ্যুৎ চলার সময়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।