Kolkata: বৃষ্টিতে কাকভেজা কলকাতা

আজ সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। সম্পূর্ণ যেন রেনি ডে কলকাতা থেকে জেলাজুড়ে। দুপুর হতেই অন্ধকার করে আসে কলকাতা, ঠিক যেন সন্ধ্যা নেমেছে। এরপরই ঝমঝমিয়ে…

আজ সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। সম্পূর্ণ যেন রেনি ডে কলকাতা থেকে জেলাজুড়ে। দুপুর হতেই অন্ধকার করে আসে কলকাতা, ঠিক যেন সন্ধ্যা নেমেছে। এরপরই ঝমঝমিয়ে নামে বৃষ্টি পূর্বাভাস মতোই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে বলে জানিয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মঙ্গলবারের মধ্যে যা তৈরি হবে নিম্নচাপ। এর ফলে বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। পূর্বাভাস বলছে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে এবং তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে। অপরদিকে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে।

   

জানা যাচ্ছে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হবে। আগামী তিন দিনে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে শুক্রবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গে। কলকাতায় থাকবে মেঘলা আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।