Heavy Rainfall: মঙ্গলেও কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টি, মাটি হতে পারে পুজোর আনন্দ

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে সোমবার মধ্যরাতে বজ্র বিদ্যুৎ সহ স্বস্তির বৃষ্টি নামে শহরজুড়ে। সোমবার আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়, দক্ষিণবঙ্গের দুই জেলা বীরভূম…

Heavy Rainfall: মঙ্গলেও কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টি, মাটি হতে পারে পুজোর আনন্দ

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে সোমবার মধ্যরাতে বজ্র বিদ্যুৎ সহ স্বস্তির বৃষ্টি নামে শহরজুড়ে। সোমবার আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়, দক্ষিণবঙ্গের দুই জেলা বীরভূম ও মুর্শিদাবাদের একাধিক অংশে ভারী বৃষ্টি (Heavy Rainfall) হতে পারে। তবে শুধু সোমবারই নয়, মঙ্গলবারও এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে খবর।

হাওয়া মোরগ জানাচ্ছে, এই বৃষ্টির কারণে সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে, পাশাপাশি তাপমাত্রাও কমবে। আগামী ৩ দিন বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisements

এছাড়া ভারী বৃষ্টিতে ভাসবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দুই দিনাজপুর বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে আপনারও যদি পুজোর শপিং করতে যাওয়ার প্ল্যান হয়ে গিয়ে থাকে তাহলে বাইরে বেরোনোর আগে আরও দুবার ভাবতে হবে বৈকি।