রবিবার পুজোর শপিং করার প্ল্যান? তাহলে ফের আপনার পরিকল্পনায় জল ঢালতে হাজির বৃষ্টি। আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি (Heavy Rainfall) চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, মাঝে মাঝে আকাশ পরিষ্কার থাকলেও নির্দিষ্টভাবে মেঘমুক্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা থামবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। প্রশাসনের তরফে চলছে মাইকিং। এদিকে মৎস্যজীবী এবং পর্যটকদের সমুদ্রে না নামার নির্দেশ জারি করেছে প্রশাসন।
এদিকে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। হাওয়া মোরগের জানাচ্ছে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ২ টো থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর রাত ১১ টা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।