পূর্বাভাস ছিল ঘূর্ণাবর্তের প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে কলকাতায়। কিন্তু তার আগেই সমনার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ভিজল তিলোত্তমা
যার জেরে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমে গিয়েছে। এর পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া থেকেও মুক্তি মিলেছে।
তবে এখনই মিলছে না রেহাই। আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এদিকে বাসিন্দাদের বলা হয়েছে নিরাপদ স্থানে থাকতে ৷ সেইসঙ্গে মঙ্গলবার উপকূলের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
এদিকে হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে আন্দামান থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। আর বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দূরে আছে অশনি। পুরী থেকে অবস্থান প্রায় ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিমে আসছে, ততই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। বর্তমানে তার অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়।