নিম্নচাপের ভ্রূকুটিতে কলকাতা সহ ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কমলা সতর্কতা জারি

বাংলার মানুষের আর বৃষ্টি নিয়ে অভিযোগ নেই। কারণ বিগত কয়েকদিন ধরেই কখনও বিক্ষিপ্ত তো আবার কখনও প্রবল বৃষ্টিতে (Heavy Rainfall) ভাসছে একের পর এক জেলা।…

Heavy Rain Expected in Five Districts of North Bengal, Says Alipore Meteorological Department"

বাংলার মানুষের আর বৃষ্টি নিয়ে অভিযোগ নেই। কারণ বিগত কয়েকদিন ধরেই কখনও বিক্ষিপ্ত তো আবার কখনও প্রবল বৃষ্টিতে (Heavy Rainfall) ভাসছে একের পর এক জেলা। বৃষ্টি হচ্ছে কলকাতাতেও। তাপমাত্রাও এক ঝটকায় বেশ খানিকটা নেমে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। আজ মাসের প্রথম দিনেই আচমকা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে সর্বত্র। আজ ১ আগস্ট মোটামুটি সারাদিনই বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানালো হাওয়া অফিস।

আলিপুর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিয়েছে। যে কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত বজ্রবিদ্যুৎ সহ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে। আজ কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।

   

টানা বৃষ্টির জেরে শহর কলকাতার তাপমাত্রাও বেশ খানিকটা কমে গিয়েছে, আলিপুর হাওয়া অফিস যে বুলেটিন জারি করেছে সেটা অনুসারে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলী, পূর্ব বর্ধমান, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এই চার জেলায় আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। যেমন আজ মাসের প্রথম দিনেই ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জেলায়। এরইসঙ্গে বৃষ্টিতে ভিজবে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলা। এই জেল্গুল্র উদ্দেশ্যে আজ হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

 

Advertisements