কলকাতা: নিম্নচাপের জেরে আবহাওয়ার যেন ঘুরে গেল শহর কলকাতায়। দুপুর হতে না হতেই ভারী বৃষ্টি (Heavy Rainfall) শুরু হল শহর কলকাতায়। সেইসঙ্গে আকাশ কাঁপানো বজ্রবিদ্যুৎ তো রয়েইছেই। বিভিন্ন হাওয়ার অফিসের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের উপকূলে অবস্থানগত ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে।
সকাল থেকেই কলকাতা সহ সমগ্র বাংলার আকাশ কালো মেঘে ঢেকে ছিল। সেইসঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছিল। এবার সেই পূর্বাভাসই একদম কাঁটায় কাঁটায় মিলে গেল।এখন জানা যাচ্ছে, আজ গোটা দক্ষিণবঙ্গ আকাশ আংশিক মেঘলা থাকবে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনই কিন্তু এই বৃষ্টির খেলা থামবে না। জানা গিয়েছে, নিম্নচাপের দাপটে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চল আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মোটের ওপর সারাদিনই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আলিপুর আবহাওয়া দফতর যে বুলেটিন জারি করেছে সেটা অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব বর্ধমান ও কলকাতায় ভারী বৃষ্টি হবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান, এই তিন জেলা।
অন্যদিকে ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। যেমন আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। তবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।