দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা…

দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্নাবর্ত অবস্থান করছে, যা শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে রবিবার ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। এছাড়াও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতাবাসীও বৃষ্টির সাক্ষী থাকতে পারেন।

Advertisements

এদিকে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে ধ্বংসলীলা ছড়িয়ে পড়ে এবং কুলু জেলায় ভূমিধসের পরে দুই মহিলা ধ্বংসস্তূপের নীচে জীবন্ত চাপা পড়ে যান।

কুলুতে চাভেলু দেবী (৫৫) এবং কৃতিকা (১৭) সকাল ৯টার দিকে ভূমিধসের পর অনী তহসিলের শীল গ্রাম পঞ্চায়েতের খাদেল গ্রামে তাদের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হলে মারা যান বলে জানিয়েছেন রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সুদেশ মোখতা।