বৃষ্টির জোরালো পূর্বাভাস উত্তরে, দক্ষিণে বর্ষার মারকাটারি ইনিংস কবে থেকে?

কলকাতা: বৃষ্টির আশায় দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী। কিন্তু হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তরের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী…

Weather Report

কলকাতা: বৃষ্টির আশায় দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী। কিন্তু হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তরের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে পর্বাভাস। তবে, রাজ্যের দক্ষিণের জেলাগুলো সুখবর শোনাতে ব্যর্থ আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবহ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

   

আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি জেলাযতেও। দুই দিনাজপুর এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এইসব জেলাগুলির বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই পর্বে একটানা আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:

বর্ষার প্রবেশ ঘটেছে উত্তরবঙ্গে। সেখানকার জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হলেও অবশ্য উল্টো ছবি দক্ষিণবঙ্গে। বর্ষা উত্তরবঙ্গ দিয়েই এ রাজ্যে ঢুকেছে। তারপর থেকে মৌসুমী বায়ু উত্তরবঙ্গেই বেশ কিছুদিন থমকে ছিল। ক্রমে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটলেও এখনও বরুণদেবের রুদ্র মেজাজ দেখেনি দক্ষিণবঙ্গবাসী। মাঝেমধ্যে দুই একটি জায়গায় কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি চললেও, সেই বৃষ্টি ভ্যাপসা গরমের অস্বস্তি কাটাতে পারেনি। আবহাওয়া দফতর জানাচ্ছে যে, আপাতত আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বরং এই কয়েকদিনে গরম আরও বাড়বে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

তিলোত্তমা কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা কম। মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে, বজায় থাকবে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম। কলকাতা সংলগ্ন এলাকায় আংশিক মেঘল আকাশ থাকবে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

যুগান্তকারী পদক্ষেপ কলকাতা মেট্রোর, বর্ষার এবার মেট্রো-সফর একেবারে নির্ভয়ে