ফের তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি! রাজ্যে কবে ঢুকছে বর্ষা? জানুন তথ্য

এখনও থমকে আছে বর্ষা! দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা এই নিয়ে এখনও রহস্য সমাধানে হাওয়া অফিস। তবে এর মধ্যেই তাপপ্রবাহের নতুন স্পেলের কথা শোনাল হাওয়া অফিস।…

heat wave

এখনও থমকে আছে বর্ষা! দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা এই নিয়ে এখনও রহস্য সমাধানে হাওয়া অফিস। তবে এর মধ্যেই তাপপ্রবাহের নতুন স্পেলের কথা শোনাল হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে যে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাপসা গরম এবং অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণের তিন জেলায় চলবে তাপপ্রবাহ, তবে উত্তরে শান্তি আনবে বর্ষা।

হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। এ ছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে গরমের অস্বস্তি জারি থাকবে। ভ্যাপসা গরম অনুভূত হবে দক্ষিণ ২৪ পরগনাতেও। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় আপাতত শুকনো আবহাওয়ার পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস।

   

তবে এই গরমের দাপট উত্তরে চলবে না! সেখানে ঝেঁপে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। উত্তরের সব জেলাতেই। আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। এ ছাড়া, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙেও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিসের সূত্রে এখনও বর্ষা আসার দিনক্ষণ সঠিক ভাবে জানা না গেলেও মনে করা হচ্ছে আগামী সপ্তাহের শেষে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই। সেই কারণে লাগাতার বৃষ্টি চলছে। কিন্তু উত্তরেই বর্ষা আটকে রয়েছে! আরও কিছুদিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহের স্পেল।