Heatwave: শনিতে বাংলার ৭ জেলায় রেড অ্যালার্টি জারি

তাপপ্রবাহ (Heatwave) নিয়ে ফের একবার লাল সতর্কতা জারি হল বাংলায়। আজ শনিবার এক ধাক্কায় দক্ষিণবঙ্গের ৭ জেলার উদ্দেশ্যে লাল সতর্কতা (Red Alert) জারি করা হল…

Heatwave: শনিতে বাংলার ৭ জেলায় রেড অ্যালার্টি জারি

তাপপ্রবাহ (Heatwave) নিয়ে ফের একবার লাল সতর্কতা জারি হল বাংলায়। আজ শনিবার এক ধাক্কায় দক্ষিণবঙ্গের ৭ জেলার উদ্দেশ্যে লাল সতর্কতা (Red Alert) জারি করা হল আলিপুর হাওয়া অফিসের তরফে।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। আজ ও আগামী দিনে দক্ষিণবঙ্গের সাত জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। মঙ্গলবার পর্যন্ত এরকম অবস্থা বিরাজ করবে বাংলায় বলে খবর। এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া এবং কলকাতায়। জেলাগুলিতে ৪০ থেকে ৪২ ডিগ্রি অবধি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

   
Advertisements

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে অস্বাভাবিক গরম বিরাজ করবে কয়েকদিন। এদিকে দক্ষিণবঙ্গ যখন তীব্র দহন জ্বালায় জ্বলছে তখন উত্তরবঙ্গের দুই জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। জানা গিয়েছে, আজ শনিবার ও আগামি কয়েকদিন দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরের জেলা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।