ভরা বৈশাখে কাহিল অবস্থা বাংলার সাধারণ মানুষের। এই গরম আবহাওয়া থেকে কবে যে মুক্তি মিলবে? এই প্রশ্নের উত্তরে আশায় সকলেই রীতিমতো চাতক লাখের মতো অপেক্ষা করছেন। বৃষ্টির দেখা নিয়ম বরং উল্টে আরো হু হু করে গরম বাড়ছে। প্রবল গরমে হাল বেহাল সকলের। আজ বেশ কিছু জেলায় নতুন করে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করা হয়েছে।
আজ চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায়। এছাড়া তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা বজায় থাকবে ৯ জেলায়। এছাড়া আজ থেকে শহর কলকাতায় গরমের দাপট বাড়বে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি বিরাজ করবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এহেন হাঁসফাঁস গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন শৈলশহর দার্জিলিং-এ।
যাইহোক, গরমের দাপটের কারণে আজ পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে আগামী কয়েকদিন ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। আজ থেকে আগামী ২৭ এপ্রিল অবধি কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এমনিতে বেলার দিকে এখন শহর হোক বা শহরতলি, মানুষের টিকি দেখা যায় না।