বর্ষা আসার আগে হাওয়া অফিস শোনাল ভয়ের কথা, জেনে নিন সঠিক তথ্য

বর্ষা আসতে কি এখনও ঢের দেরী? বারেবারে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপামর রাজ্যবাসীর কাছে। কারণ বিগত কিছুদিন ধরে ভ্যাপসা গরমে কাহিল রাজ্যবাসী। বিশেষত দক্ষিণবঙ্গে বৃষ্টি…

west bengal weather report for next week, আগামী সপ্তাহেও বাংলায় ঝড়-ঝঞ্ঝা, পূর্বাভাস হাওয়া অফিসের, জারি কমলা সতর্কতা

বর্ষা আসতে কি এখনও ঢের দেরী? বারেবারে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপামর রাজ্যবাসীর কাছে। কারণ বিগত কিছুদিন ধরে ভ্যাপসা গরমে কাহিল রাজ্যবাসী। বিশেষত দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কথা থাকলেও বৃষ্টির দেখা নেই। উপরন্তু ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। রবিবার কলকাতার তাপমাত্রা চল্লিশের আশেপাশে ঘোরাফেরা করলেও মনে হয়েছে এই গরম ৪৭ ডিগ্রির মতো। তবে উত্তরবঙ্গের জন্য খুশির খবর শোনা গেলেও দক্ষিণবঙ্গের ভাগ্যে আপাতত বৃষ্টির দেখা নেই।

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, ২-৩ জুনের মধ্যে বৃষ্টি শুরু উত্তরবঙ্গে। ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল। সেদিনও বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে।৪ জুনের পর তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়বে বলে আশঙ্কা হাওয়া অফিসের। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিংপঙে। জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে ১০ জুনের পর পাকাপাকি বর্ষা শুরু হবে। কলকাতায় আগামী ২-৩ দিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে ৪জুনের পর কলকাতার তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে খবর।

   

তবে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ,বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে বৃষ্টিও। ভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ,বীরভূমে। কলকাতায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ১০০ মিলিমিটার বা তার চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।বধবার থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে আগামী তিন-চার দিন।