SSC: ‘বিতর্কিত’ ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

শিক্ষক দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার বিতর্কিত ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেইসঙ্গে এসএসসি মামলায় যুক্ত করা হল কেন্দ্রীয় তদন্তকারী…

শিক্ষক দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার বিতর্কিত ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

সেইসঙ্গে এসএসসি মামলায় যুক্ত করা হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। হাইকোর্ট জানিয়েছে, এই নিয়োগ দুর্নীতিতে দ্রুত এফআইআর দায়ের করবে সিবিআই। শুক্রবার এসএসসির বিশেষ কমিটির ৪ জনকে তলব করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এ বিষয়ে হাইকোর্ট জানায়, প্রয়োজনে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি শিক্ষা মন্ত্রীর আপ্ত সহায়ক, শিক্ষামন্ত্রীর ওএসডি, ডেপুটি ডিরেক্টর, শিক্ষা দপ্তরের সিনিয়র ল অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এদের জিজ্ঞাসাবাদের পর যদি সিবিআই মনে করে কোনও রাজনৈতিক নেতাকে, প্রভাবশালী কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকে সিবিআই কে সেই অনুমতিও দিচ্ছে আদালত। জিজ্ঞাসাবাদের পর সিবিআই কে রেগুলার কেস রুজুরও অনুমতি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের