High Court: মুকুল রায় ইস্যুতে ধাক্কা খেল বিজেপি

মুকুল রায় ইস্যুতে ধাক্কা খেল বিজেপি। সম্প্রতি মুকুল রায়ের পিএসসির চেয়ারম্যান পদ খারিজ নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।…

High Court: মুকুল রায় ইস্যুতে ধাক্কা খেল বিজেপি

মুকুল রায় ইস্যুতে ধাক্কা খেল বিজেপি। সম্প্রতি মুকুল রায়ের পিএসসির চেয়ারম্যান পদ খারিজ নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল আবেদন করতে চাইলে শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

সেইসঙ্গে এক মাসের মধ্যে সেই শুনানি শেষ করতে হবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কে সামনে রেখে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবী। যদিও এদিন বিচারপতি রাজশেখর মান্থা জানিয়ে দিলেন তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন না। যেহেতু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি বিচারাধীন রয়েছে তাই মামলার শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে জানানো হয়েছে হাইকোর্টের তরফে।

Advertisements

High Court: মুকুল রায় ইস্যুতে ধাক্কা খেল বিজেপিউল্লেখ্য, মুকুল রায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন। তারপর ২০২১ সালের ১১ জুন বিজেপি ছেড়ে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে তৃণমূল কংগ্রেসে বরণ করে নেন। মুকুল রায়ের সঙ্গে তাঁর পুত্র শুভ্রাংশু রায়ও যোগ দেন তৃণমূলে।