Russia: কেড়ে নেওয়া হল রাশিয়ার জাতীয় সঙ্গীত এবং পতাকা ব্যবহারের অধিকার

যুদ্ধে যাওয়ার খেসারত দিতে হচ্ছে রাশিয়াকে (Russia)। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার (FIFA) নতুন ঘোষণা অনুযায়ী নিজেদের জাতীয় সঙ্গীত এবং পতাকা ব্যবহার করতে পারবে না রাশিয়া।…

যুদ্ধে যাওয়ার খেসারত দিতে হচ্ছে রাশিয়াকে (Russia)। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার (FIFA) নতুন ঘোষণা অনুযায়ী নিজেদের জাতীয় সঙ্গীত এবং পতাকা ব্যবহার করতে পারবে না রাশিয়া। দলের নামও বদল করতে হবে। 

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর রাশিয়ার বিরুদ্ধে ফুটবল মহল। কাতার বিশ্বকাপ ২০২২ থেকে রুশ ফুটবল টিমকে বাতিল করার দাবিও উঠেছে ইতিমধ্যে। ফিফা এখনই এ ব্যপারে সিলমোহর দিতে চাইছে না। পরিবর্তে এক প্রকার কেড়ে নেওয়া হল সে দেশের জাতীয় পতাকা এবং সঙ্গীত। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় পতাকার বদলে ব্যবহার করা যাবে রাশিয়ান ফুটবল ফেডারেশনের প্রতীকী।

‘আগামী পদক্ষেপ বা সিদ্ধান্তের জন্য আইওসি, উয়েফা এবং অন্যান্য ফুটবল পরিচালক সংস্থার সঙ্গে আলোচনা চালানো হবে।’ এক বিবৃতিতে জানিয়েছে ফিফা। ‘পরিস্থিতি যদি বা শোধরায় তখন টুর্নামেন্ট থেকে দল বাতিল করার ব্যাপারেও ভাবা হবে।’ আপাতত নিজেদের দেশের মাটিতেও খেলতে পারবে না রাশিয়ার ফুটবল টিম। নিরপেক্ষ কোনো মাঠে বন্ধ দরজার পিছনে খেলার অনুমতি দিয়েছে ফিফা। 

Russia
রাশিয়ার ফুটবল টিম।

চেক প্রজাতন্ত্র এবং সুইডিশ ফুটবল ফেডারেশন একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ফিফাকে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ রাশিয়া থেকে সরানোর জন্য আবেদন করেছিল। রাশিয়া যদি পোল্যান্ডকে পরাজিত করে, তাহলে তারা পাঁচ দিন পর চেক প্রজাতন্ত্র বা সুইডেনকে হোস্ট করবে এবং সিদ্ধান্ত নেবে কে কাতারে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে। উয়েফার তরফে জানানো হয়েছে, প্রতিটি দলের নিরাপত্তার ব্যাপারেও তারা নিশ্চিত হতে চায়।

গ্লোবাল প্লেয়ার্স ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমানে তারা দেশের পেশাদার খেলোয়াড়দের সুরক্ষার জন্য আন্তর্জাতিক ফুটবল সংস্থার কাছ থেকে আশ্বাস ও সমর্থন চাইছে।’