High Court: ইডিকে তদন্ত চালানোর নির্দেশ বিচারপতির, জেরা হবে অভিষেকের?

ইডিকে বিচারপতির নির্দেশ আগামী ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করা যাবে। বিচারপতি অমৃতা সিনহার…

Calcutta HC

ইডিকে বিচারপতির নির্দেশ আগামী ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করা যাবে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর প্রশ্ন ওই দিন জেরায় ডাক পাঠানো তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আসবেন? তিনি ইতিমধ্যেই বলেছেন জেরায় যাব না। তিনি দিল্লিতে দলীয় ধর্না কর্মসূচিতে যাবেন বলে জানান। চাঞ্চল্যকর নির্দেশ বিচারপতি সিনহার। তিনি তদন্তে যুক্ত ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

অভিষেকের নাম না করে ইডিকে ৩ অক্টোবরের তদন্ত নিয়ে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশের পর রাজনৈতিক মহল সরগরম। কারণ, তৃণমূল ও অভিষেকের অভিযোগ, বিরোধীদের রাজনৈতিক কর্মসূচির দিনগুলিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি এবারের জেরায় যাবেন না বলে জানান। বলেন পারলে আটকে দেখাও। অভিষেকের এই বার্তার পর ইডির ভূমিকা নিয়ে কটাক্ষ শুরু হয়েছিল। বিচারপতি সিনহার কড়া নির্দেশ ওই ৩ অক্টোবরের তদন্তে যেন গাফিলতি না হয়। ফলে ওই দিন অভিষেকের জেরা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।