Jhalda: কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যুরও সিবিআই তদন্তের নির্দেশ

এবার পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার। গত ৬ এপ্রিল নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যু…

এবার পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার।

গত ৬ এপ্রিল নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যু হয়। তাঁকে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকেরা। তাঁর মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১৩ মার্চ বিকেলে ঝালদা-বাঘমুন্ডি সড়কপথে গোকুলনগর গ্রামের কাছে হাঁটতে বেরিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। আততায়ীদের গুলিতে খুন হন তিনি। কাউন্সিলরের সঙ্গে ছিলেন যাদব রজক, শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব, সুভাষ কর্মকার, প্রদীপ চৌরাশিয়া ও সুভাষ নামে পাঁচ সঙ্গী। তাঁরা খুনের প্রত্যক্ষদর্শী। এরপর গত ৬ এপ্রিল অস্বাভাবিকভাবে মৃত্যু হয় শেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণবের। কলকাতা হাই কোর্টের তরফে তপন খুনের তদন্তভার পাওয়ার পর ৬ মার্চই ঝালদা যায় সিবিআই। ঘটনাচক্রে সে দিনই উদ্ধার হয় নিরঞ্জনের ঝুলন্ত মৃতদেহ। তাঁর মৃত্যুকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।