অবশেষে জট কাটল জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পের। কলকাতা হাইকোর্টকে দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পকে নিয়ে কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দিল সেনাবাহিনী। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ থেকে অনুমোদন পেলেই টালি নালা থেকে ধর্মতলা পর্যন্ত মাটির নিচে মেট্রোর কাজ করতে পারবে আর ভি এন এল। সেইসঙ্গে ভিক্টোরিয়া-ময়দানে কাজ শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের আইনি জটে ছিল ভিক্টোরিয়া এবং ময়দান অঞ্চলের মেট্রোর কাজ। তবে সেনাবাহিনী ও আর ভি এন এল এর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত আদালতকে জানিয়ে দেওয়া হল। টালি নালা থেকে মেট্রোর কাজ শুরুর নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২০১০ সালে কাজ শুরু হলেও আইনি জটিলতায় আটকে ছিল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের একাংশের কাজ। কারণ মোমিনপুর থেকে ধর্মতলা তিনটি স্টেশন পড়ছে সেনা এলাকায়। ফলে, এই এলাকায় কাজের জন্য সেনা অনুমতি প্রয়োজন।
অথচ সেনা কোনও ভাবেই রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL)-কে কাজের অনুমতি দিচ্ছিল না। রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড ও সেনাদের মধ্যে সমন্নয়ের অভাবের জেরেই বোরিংয়ের কাজ করতে পারছিল না টিবিএম (টানেল বোরিং মেশিন)। সেই অনুমতির জন্য হাইকোর্টে গিয়েছিল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড।