Hate Speech: অখিলের বিরুদ্ধে মামলায় মুখ্যমন্ত্রীর নাম বাদের নির্দেশ হাইকোর্টের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মন্তব্য করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য (Hate Speech) করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)

Mamata Banerjee

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মন্তব্য করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য (Hate Speech) করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। যা নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। মন্ত্রী অখিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এই মামলায় মুখ্যমন্ত্রীর নাম যোগ করার কারণ নেই। এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির।

উল্লেখ্য, দাঁত ফোকলা হাফ মন্ত্রী। কাকের মতো দেখতে। এসব লোকের কথার উত্তর দিই না। মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এহেন মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন রামনগরের বিধায়ক এবং রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। মন্ত্রী বলেন, বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? সেটাই কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

দেশজুড়ে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। অখিলের এই মন্তব্যের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অখিলের মন্তব্য সংবিধানের অবমাননা। এমনটাই জানান মামলাকারী নিলাদ্রী সাহা। তাঁর কথায়, সাংবিধানিক প্রধান সম্পর্কে এ হেন মন্তব্য করা যায় না। এমনকি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। মামলায় যুক্ত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

পরে মন্ত্রী অখিলের এই মন্তব্যের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল অন্যায় করেছেন। আমি ধিক্কার জানাচ্ছি। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। দুঃখপ্রকাশ করছি। পরে অবশ্য রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন মন্ত্রী নিজে। এখন অখিলের মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।