SSC: দুর্নীতি মামলায় নয়া মোড়, সমস্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

গ্রুপ ডি, গ্রুপ সি, এস এল এস টি সমস্ত মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন এর ডিভিশন বেঞ্চ। যদিও তিনি কেন…

গ্রুপ ডি, গ্রুপ সি, এস এল এস টি সমস্ত মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন এর ডিভিশন বেঞ্চ। যদিও তিনি কেন সরে দাঁড়ালেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisements

অন্যদিকে এসএসসির উপদেষ্টা কমিটির চার সদস্যের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।
সোমবার ৪ কমিটির সদস্যদের মৌখিক আবেদনে স্থগিতাদেশের অনুমতি দিল না বিচারপতি হরিশ ট্যান্ডন এর ডিভিশন বেঞ্চ।

বিজ্ঞাপন

শান্তি প্রসাদ সিনহা ও ৪ কমিটির সদস্য এই ২ টি মামলা থেকে অব্যাহতি নেয়নি বিচারপতি হরিশ ট্যান্ডন এর ডিভিশন বেঞ্চ। ৪ কমিটি সদস্য দের মামলা দায়ের পর দৃষ্টি আকর্ষণ করলে জানাবেন বলে জানাল ডিভিশন বেঞ্চ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ ওই চার সদস্যকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছিলেন। তাকে চ্যালেঞ্জ করে চার সদস্য ডিভিশন বেঞ্চে যান। তবে এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং বিশেষ কমিটির বাকি চার সদস্য যে মামলা করেছেন, সেই দুটি মামলা থেকে ওই বেঞ্চ অব্যাহতি নেয়নি।