টানা তিনদিন বন্ধ মেট্রো পরিষেবা, ভোগান্তি এড়াতে জেনে নিন বিকল্প পথ

কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো (kolkata Metro) বা গ্রিন লাইনে যাতায়াতকারীদের জন্য রয়েছে এক গুরুত্বপূর্ণ বার্তা। ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত এই রুটে সম্পূর্ণরূপে…

Green Line Metro to Face 3-Day Traffic Block Starting Saturday

কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো (kolkata Metro) বা গ্রিন লাইনে যাতায়াতকারীদের জন্য রয়েছে এক গুরুত্বপূর্ণ বার্তা। ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত এই রুটে সম্পূর্ণরূপে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো (kolkata Metro)  চলবে না। মূলত সিগন্যালিং সিস্টেমের উন্নয়ন এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য এই ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো (kolkata Metro) রেল কর্তৃপক্ষ।

CBTC প্রযুক্তির পরীক্ষা, নজরদারি বাড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষ

   

এই তিন দিনের ব্লক চলাকালীন, ইস্ট-ওয়েস্ট মেট্রো (kolkata Metro) করিডরে চালু হতে চলেছে “Communication Based Train Control” (CBTC) সিস্টেম। এই আধুনিক প্রযুক্তির সাহায্যে ট্রেনের গতি নিয়ন্ত্রণ, দূরত্ব বজায় রাখা এবং সিগন্যালিং ব্যবস্থাকে আরও উন্নত করে তোলা সম্ভব হবে। পুরো সিস্টেমটির কার্যকারিতা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞ আধিকারিকরা। কোথাও কোনও ত্রুটি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা মেরামতের ব্যবস্থাও করা হবে।

এছাড়াও, বউবাজারের নিচ দিয়ে যাওয়া সুড়ঙ্গের পরিস্থিতিও পর্যালোচনা করবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। ২৭ এপ্রিল তিনি সাইট পরিদর্শন করবেন। এই অংশটি আগে থেকেই ভঙ্গুর এবং দুর্ঘটনাপ্রবণ বলেই পরিচিত। তাই বিশেষ সতর্কতার সঙ্গে এর পর্যালোচনা করা হবে।

শিয়ালদহ মেট্রো সাবওয়ে-ও বন্ধ

শুধু হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুট নয়, মেট্রো (kolkata Metro)  সূত্রে জানা গিয়েছে যে শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ রেল (kolkata Metro) স্টেশনে যাওয়ার সাবওয়েও এই সময় বন্ধ থাকবে। ফলে নিত্যযাত্রী ও যাত্রীরা কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন।

বিকল্প রুটে যাতায়াতের পরামর্শ

এই সময় যাঁরা গ্রিন লাইন (kolkata Metro) ব্যবহার করে অফিস বা অন্যান্য কাজে যাতায়াত করেন, তাঁদের জন্য কর্তৃপক্ষ আগেভাগেই বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। ব্লু লাইন (নৈহাটি-নিউ গড়িয়া রুট) এবং পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। কেউ চাইলে এই লাইনগুলোর মাধ্যমে ঘুরপথে যাতায়াত করতে পারেন। এছাড়া বাস, অটো বা অ্যাপ-ক্যাব পরিষেবার উপর নির্ভর করতে হবে।

আইপিএল ম্যাচের দিন মেট্রো (kolkata Metro) বন্ধ, সমস্যায় পড়তে পারেন দর্শকরা

২৬ এপ্রিল, শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে পঞ্জাব কিংস। কলকাতায় ম্যাচ থাকলে সাধারণত রাতেও বিশেষ মেট্রো (kolkata Metro) চালানো হয় দর্শকদের সুবিধার্থে। কিন্তু এবার মেট্রো বন্ধ থাকার কারণে ম্যাচ শেষে দর্শকদের ঘরে ফেরার সময় সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। বিকল্প যানবাহন ব্যবস্থার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও বিশেষ পরিকল্পনা নেওয়া হতে পারে।

এর আগেও বন্ধ ছিল পরিষেবা

উল্লেখ্য, এর আগেও পূর্ব রেল (kolkata Metro) করিডরের একাধিক সময়ে পরীক্ষামূলক কাজের জন্য হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এবার CBTC সিস্টেমের ইনস্টলেশন এবং বউবাজার সুড়ঙ্গের পরিদর্শন, দুটি গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে হওয়ায় তিনদিনের ব্লক ঘোষণা করা হয়েছে।