‘সরকারের তৈরি ‘গুন্ডা’-দের ভয় পাচ্ছে মহিলারা,’ বিস্ফোরক রাজ্যপাল

বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আরজি কর-কাণ্ডে রাখি উৎসবের দিনেও বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন…

mamata banerjee challenges single bench judgment in governor cv ananda bose-s defamation case division bench , রাজ্যপালের মানহানি মামলায় এবার ডিভিশন বেঞ্চে মমতা

বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আরজি কর-কাণ্ডে রাখি উৎসবের দিনেও বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা। বাংলার অভয়া কবে বিচার পাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মাঝে বাংলার পরিস্থিতি ও শাসক দলকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল।

তিনি আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলা মহিলাদের জন্য নিরাপদ জায়গা নয়। বাংলা তার মহিলাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সমাজ নয়, বর্তমান সরকার নারী সমাজকে ব্যর্থ করেছে। বাংলাকে তার আদিম গৌরবে ফিরিয়ে আনতে হবে, যেখানে সমাজে মহিলাদের সম্মানজনক স্থান ছিল। মহিলারা এখন ‘গুন্ডা’কে ভয় পাচ্ছেন, আর এই সরকার এই বিষয়ে অসংবেদনশীল হয়ে উঠেছে।’

   

এদিকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-মৃত্যুর ঘটনায় মৃতার বাবা-মায়ের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আমি মায়ের ভাবাবেগকে সম্মান করি। আইন তার পথে চলবে।” লাগাতার কয়েকদিন ধরে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, ‘পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ মুখ্যমন্ত্রীর সাথে রয়েছে, সুতরাং এটি স্পষ্টভাবে তাঁর ব্যর্থতা প্রকাশ করে।’

অন্যদিকে, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একই সঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, প্রথম সন্দেহভাজন সঞ্জয় রায়ের মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হবে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিৎসক, নার্সিং স্টাফ এবং অন্যান্যদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্যের পুলিশকে “প্রতি দুই ঘন্টায়” পরিস্থিতি রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।