CV Ananda Bose: আজই রাজ্যপাল-অভিষেক সাক্ষাৎ?

দার্জিলিং সফর শেষ করে আজই কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিং থেকে ফেরার পথে হড়পা বানে ক্ষতিগ্রস্ত তিস্তাবাজার পরিদর্শনে যান রাজ্যপাল। দুর্গতদের সহায়তার আশ্বাস…

CV Ananda Bose: আজই রাজ্যপাল-অভিষেক সাক্ষাৎ?

দার্জিলিং সফর শেষ করে আজই কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিং থেকে ফেরার পথে হড়পা বানে ক্ষতিগ্রস্ত তিস্তাবাজার পরিদর্শনে যান রাজ্যপাল। দুর্গতদের সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত, দার্জিলিং সফর শেষ করে রবিবার বিকেলেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার দার্জিলিংয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মজুমদার, মহুয়া মৈত্র। তাদের রাজ্যপাল আশ্বাস দিয়েছিন, কলকাতায় ফিরে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গেও দেখা করবেন তিনি। সফর সংক্ষিপ্ত করে রবিবারই কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন রাজ্যপাল।

তিনি কলকাতায় ফেরার পথে হড়পাবানে বিপর্যস্ত কালিম্পং জেলার তিস্তাবাজারে যান। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। কথা বলেন দুর্গতদের সঙ্গে। তিস্তাবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কার্শিয়ং হয়ে তিনি সড়কপথে রওনা দেন বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে। বাগডোগরা থেকে বিকেলের বিমানেই উড়ে যান কলকাতায়।

Advertisements

আবার, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজভবনের সামনে ধর্ণায় বসেছে তৃণমূল কংগ্রেস। এই ধর্ণার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত রাজ্যপালের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে না ততদিন পর্যন্ত রাজভবনের সামনে চালিয়ে যাবেন বকেয়া আদায়ে ধর্ণা। রাজ্যপালের কাছেই তুলে দেবেন ১০০ দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের ৫০ লক্ষ চিঠি। তাহলে আজই কি কলকাতায় ফিরে অভিষেকদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।