Governor CV Ananda Bose: জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV Ananda Bose)নিরাপত্তা বাড়ানো হল। এবার থেকে কেন্দ্রের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিঁনি।

Governor CV Ananda Bose got Z Plus category security

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) নিরাপত্তা বাড়ানো হল। এবার থেকে কেন্দ্রের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিঁনি। এমনই নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।

Advertisements

এর ফলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের পাশাপাশি দেশের যেখানেই যাবেন তাঁকে সর্বদা নিরাপত্তা দেবে সিআরপিএফের জওয়ানরা। রাজ্যপালের সঙ্গে থাকবে ৩৫–৪০ জন জওয়ান।

   

২০২২ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ডঃ সিভি আনন্দ বোস। ২৩ নভেম্বর বাংলার রাজ্যপাল পদে শপথ নেন তিঁনি। তার আগে বাংলার রাজ্যপাল পদে ছিলেন জগদীপ ধনখড়।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এছাড়া পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্র নিযুক্ত কমিটির সদস্য ছিলেন তিঁনি। তাই তার উপর হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের। তাই রাজ্যপালের নিরাপত্তা বাড়াল কেন্দ্র।