CV Anand Bose: ভুয়ো ব্যালট ছাপা বন্ধ করুন, রাজ্য নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি রাজ্যপালের

পঞ্চায়েত ভোটে ভুয়ো ব্যালট ছাপিয়ে ভোট জাল করার যে অভিযোগ উঠেছে রাজ্যপালের (CV Anand Bose) বার্তায় সেটি বিশেষ গুরত্ব পেল। রাজ্য নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি…

West Bengal Governor CV Anand Bose

পঞ্চায়েত ভোটে ভুয়ো ব্যালট ছাপিয়ে ভোট জাল করার যে অভিযোগ উঠেছে রাজ্যপালের (CV Anand Bose) বার্তায় সেটি বিশেষ গুরত্ব পেল। রাজ্য নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, ভুয়ো ব্যালট ছাপা বন্ধ করুন।

ভুয়ো ব্যালটে ভোট করানোর ছক করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ বিরোধীদের। আরও অভিযোগ, ভুয়ো ব্যালট ছাপানোর জন্য সরকারী কর্মীদের উপর চাপ দেওয়া হচ্ছে। যারা এই নির্দেশ মানতে চাননি তদের ‘কম্পালসারি ওয়েটিং’-এ পাঠানো হচ্ছে। চাঞ্চল্যকর এই অভিযোগে সরগরম পঞ্চায়েত ভোট।

পুরুলিয়ায় ভুয়ো ব্যালট ছাপানোর জন্য সরকারী অফিসারদের উপর চাপ আসার যে অভিযোগ উঠেছে তার জেরে কমিশন কাঠগড়ায়। রাজ্যপালের ভাষণে ভুয়ো ব্যালটের প্রসঙ্গ এসেছে। তিনি রাজ্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ কাজ করার বার্তা দিয়ে বলেন, দ্রোণাচার্যের মতো ভূমিকা নিতে। শান্তিপূর্ণ ভোট করানোর জন্য রাজ্য্ নির্বাচন কমিশনের উপর পাল্টা চাপ তৈরি করলেন রাজ্যপাল।