রাজ্যে দুর্নীতির পাহাড়। দুর্নীতি রুখতে পিস রুমের পর এবার রাজভবনে কন্ট্রোল রুম রাজ্যপালের। মন্ত্রীর জেল বেদনাদায়ক মন্তব্য (CV Anand Bose) সিভি আনন্দ বোসের। পঞ্চায়েত ভোটের সময় হিংসা সংক্রান্ত খবরের জন্য খুলেছিলেন অভিযোগ কেন্দ্র। এবার দুর্নীতি বিরোধী কন্ট্রোল রুম চালু রাজভবনে। পিসরুম খোলার পরেই রাজ্যপালের কড়া বার্তা। পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বার্তা দিলেন।
রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, “রাজভবনের পিস রুমে অ্যান্টি করাপশন সেল খোলা হয়েছে। কোথাও কোনও দুর্নীতির অভিযোগ থাকলে, বিশ্ববিদ্যালয় থেকে অভিযোগ থাকলে ওই সেলে অভিযোগ জানানো যাবে। সবটাই গোপন থাকবে”।
রাজ্যপালের পিস রুম খোলা প্রসঙ্গে মত প্রকাশ করেছে রাজনৈতিক মহল। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, ” রাজ্যপাল বাবুর একটা ইচ্ছে হয়েছে স্টেপ নেওয়ার নিয়েছেন। অত্যন্ত ধন্যবাদ তাকে। কিন্তু স্টেপ নিয়ে শুধু ইনফরমেশন জমা করে উনি রেখে দেবেন না আশা করি। সংবিধান ওনাকে বেশ কিছু অধিকার দেন সে অধিকারগুলো উনি প্রয়োগ করবেন।
অন্যদিকে সিপিএম নেতা কৌস্তুভ চ্যাটার্জি এ বিষয়ে জানিয়েছেন, ” রাজ্যপালের কি কাজ পিস রুম খোলা? মমতা ব্যানার্জি একটা এলসিসিএন কুকুর পুষলেও এরকম ভালো পা চাটতে পারত না। যেভাবে পা চাটলো এই প্রহসনের নির্বাচন ছাপ্পার নির্বাচন। এই যে নির্বাচন কমিশনার করল তাকে তো সরিয়ে দিলে মিটে যেত। ওনার পিছ রুম না খুলে যদি পিসির এজেন্টকে সরিয়ে দিতেন। তাহলেই সমস্যা সমাধান হতো। এসব করে কোনও লাভ নেই”।