West Bengal Governor : মোদীকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে বিতর্কে রাজ্যপাল

শ্রীকৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করে বিতর্কে জড়ালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। তাঁর মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। ভবানীপুরে…

Governor Submits 8-Page Report to Centre with Key Recommendations on Migrant Workers

শ্রীকৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করে বিতর্কে জড়ালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। তাঁর মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। ভবানীপুরে একটি অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস রামমন্দির উদ্বোধনের প্রসঙ্গে মোদীর ঢালাও প্রশংসা করতে এই তুলনা করেন।

রাজ্যপাল বলেন, “শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভরতে অর্জুনের রথ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একইরকম ভাবে নরেন্দ্র মোদী আছেন বলে ভারতবর্ষের মতো রথও অক্ষত রয়েছে। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর, শিশুদের মুখে মুখেও ভারতের নেতৃত্বদানের ক্ষমতা ফিরছে। ভগবত গীতায় পড়েছি, শ্রীকৃষ্ণ অর্জুনের দিব্যীয় রথ থেকে নেমে মাটিতে পা রাখামাত্রই, রথটি পুড়ে ছাই হয়ে যায়। তাতে আশ্চর্য হয়ে যান অর্জুন। কী হল বুঝতে না পেরে কৃষ্ণকে প্রশ্ন করেন। তাতে হেসে কৃষ্ণ জানান, তিনি ওই রথে বসেছিলেন বলেই সেটি এতক্ষণ পোড়েনি। আজ ভারত নামক যে রথ রয়েছে, তাতে সওয়ার রয়েছেন নরেন্দ্র-কৃষ্ণ। তিনি আছেন বলেই ভারত খান খান হয়ে যায়নি।”

   

তাঁর এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনৈতিক মহলে। সরব হয়েছে বাম-কংগ্রেস-তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন। কুণালের কথায়, “নিজের চেয়ারটা অক্ষত রাখার জন্য রাজ্যপাল অকারণ তেলবাজি করছেন। নিজের কাজটা নিজে করুন। ওনাকে যে বিজেপি পাঠিয়েছে, সেটা সবাই জানে।”

Advertisements

তবে এই বিতর্কের মাঝে রাজ্যপালের পাশে রাজ্য বিজেপি নেতারা। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এটা নতুন ভারত। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর তা নিয়ে রাজ্যপাল আলোচনা করতেই পারেন। এই নিয়ে এত আলোচনা বা সমালোচনার কোনও বিষয় নেই।’