Kolkata: গো গ্রিন কলকাতায় দৌড়লেন সরকারি শিক্ষার্থীরা

সুপার শক্তি ফাউন্ডেশন শ্রীজাক সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে কলকাতার (Kolkata) সরকারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ম্যারাথন এর আয়োজন করা হয়েছিল। রান নামে এই…

সুপার শক্তি ফাউন্ডেশন শ্রীজাক সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে কলকাতার (Kolkata) সরকারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ম্যারাথন এর আয়োজন করা হয়েছিল। রান নামে এই ম্যারাথন দৌড়ে প্রথম কলকাতার সরকারি স্কুলগুলি অংশ নিয়েছিল। প্রধান থিম গো গ্রিন কলকাতা। ভিক্টোরিয়া গেটের সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ করেন সুপার স্মেল্টার্স লিমিটেডের চেয়ারম্যান শ্রী সীতারাম আগরওয়াল, সাই গ্রুপ এর চিফ মেন্টর জি কে শরণ, প্রখ্যাত গায়ক তথা ক্যাকটাস এর প্রতিষ্ঠাতা সিধু এবং সাই গ্রুপের সিএসআর নোডাল অফিসার ইশান্ত জৈন।

ভিক্টোরিয়ার গেট থেকে শুরু হওয়া এবং এক্সাইড বাস স্টপে শেষ হয় এই ম্যারাথন। রেড রোড এবং অন্যান্য স্থানের মধ্য দিয়ে ১.৫ কিলোমিটারের এই ম্যারাথনে মোট ১২টি সরকারি স্কুলের ২০০ জনেরও বেশি ছাত্র ছাত্রী অংশ নিয়েছিল।

   

Advertisements

চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাই স্কুল ফর গার্লস, ভিআইপি নগর হাই স্কুল, তিলজলা উচ্চ বিদ্যালয়, টালিগঞ্জ গার্লস হাই স্কুল, কাসবা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যারাথনে অংশগ্রহণ করে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News