দেশি আলুর দামে ছ্যাঁকা! চিন্তা নেই, এবার পাত ভরাবে ভুটানি আলু

চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম। বাদ নেই আলু-ও। বাংলায় কেজি প্রতি আলু বিকোচ্ছে ৪০-৪৫ টাকা কিবলো দরে। চন্দ্রমুখীর দর ঐরও বেশি। ফলে ভাত-সিদ্ধ আলু খেয়ে থাকতেও…

চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম। বাদ নেই আলু-ও। বাংলায় কেজি প্রতি আলু বিকোচ্ছে ৪০-৪৫ টাকা কিবলো দরে। চন্দ্রমুখীর দর ঐরও বেশি। ফলে ভাত-সিদ্ধ আলু খেয়ে থাকতেও বাঙালির হিমশিম অবস্থা। রান্নাঘরে রে-রে কাণ্ড। দেশি আলুর জোগান কম। তাই সরকার এবার বিদেশি আলু আমদানি করেই সমস্যা মোকাবিলা করতে মরিয়া।

জানা গিয়েছে, বিদেশ থেকে আলু আমদানির পরিকল্পনা করছে সরকার। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ভুটান থেকে আলু আমদানি করতে চলেছে। এতে সস্তায় মিলবে আলু। শুধু ভুটানই নয়, সরকার অন্যান্য দেশ থেকেও আলু আমদানির ভাবনাচিন্তা করছে বলে খবর।

সূত্রের খবর, ব্যবসায়ীদের স্বল্প পরিমাণে আলু আমদানির অনুমতি দিতে পারে সরকার।

শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল প্রচুর লোকাল ট্রেন

গত বছর ভুটান থেকে আলু কেনার অনুমোদন দিয়েছিল সরকার। সেই অনুমোদনের ভিত্তিতে চলতি বছর জুন মাস পর্যন্ত ব্যবসায়ীরা লাইসেন্স ছাড়াই ভারতে ভুটান থেকে আলু আমদানি করেছেন। আমদানি করার সেই অনুমতি ফের দিতে পারে সরকার।

Advertisements

অবাধে দেহব্যবসা চালানোর জন্য ‘রক্ষাকবচ’ চেয়ে আদালতে ‘আবদার’ আইনজীবীর!

আলু উৎপাদনের দিক থেকে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতের আগে একমাত্র চিন। গত বছর ভারতে ৬০.১৪ মিলিয়ন টন আলু উৎপাদিত হয়েছিল। এ বছর আলু উৎপাদন কম হতে পারে প্রায় ৫৮.৯৯ মিলিয়ন টন। কেন ফলন কম হচ্ছে? সরকারি সূত্রে খবর, কম বৃষ্টির দরুনই এবার গরমে আলুর ফলন কমেছে। যার প্রভাব পড়েছে হেঁসেলে। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ সহ যেসব রাজ্যে আলু সবথেকে বেশি উৎপাদন হয়, সেখানেই খারাপ আবহাওয়ার কারণে এবার ফলন কম হয়েছে।