Monday, December 8, 2025
HomeWest BengalKolkata Cityডাক্তার নার্সদের নিরাপত্তায় হাসপাতালে বসছে এলকোহল ডিটেক্টর!

ডাক্তার নার্সদের নিরাপত্তায় হাসপাতালে বসছে এলকোহল ডিটেক্টর!

- Advertisement -

ডাক্তার নার্সদের নিরাপত্তায় হাসপাতালে বসছে এলকোহল ডিটেক্টর (Alcohol Detector)। হাসপাতাল বিল্ডিং এর মূল গেটে এই মেশিন বসতে চলেছে। বহিরাগত কেউ অথবা রোগীর পরিবারের কেউ মদ্যপ অবস্থায় হাসপাতালে প্রবেশের চেষ্টা যাতে না করতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

আরজি কর ঘিরল সিআরপিএফ, হাসপাতালের কোথায়-কোথায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী?

   

গতকালই আরজিকরের ঘটনায় বিচার ও বালুরঘাট হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবিতে ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই বিক্ষোভের পর আজ বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস ও পুলিশ আধিকারিকরা।

আরজি করের ঘটনা ‘গণধর্ষণ’ নয়, তদন্ত এগোতেই মনে করছে সিবিআই

পরিদর্শন শেষে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয় যে দশ তলা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালে যে যে ঘর গুলো অব্যবহৃত অবস্থায় রয়েছে সেগুলি তালা বন্ধ করে দেওয়া হবে। মহিলা ডাক্তার ও নার্সদের নিরাপত্তায় সিসিক্যামেরা বসানো। সেইসঙ্গে মহিলা পুলিশ এবং সিকিউরিটি গার্ড আরও মোতায়েন করা হবে

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular