Goons Attack: খাস কলকাতায় হাইকোর্টের আইনজীবীর বাড়িতেই দুষ্কৃতী হামলা

কলকাতার বুকে ফের একবার দুষ্কৃতীর হামলা। এবার এক আইনজীবীর বাড়িতেই হানা দিল দুষ্কৃতীর দল। হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার গয়না চুরি করা হয়। শুক্রবার রাতে…

কলকাতার বুকে ফের একবার দুষ্কৃতীর হামলা। এবার এক আইনজীবীর বাড়িতেই হানা দিল দুষ্কৃতীর দল। হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার গয়না চুরি করা হয়। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে বেলেঘাটায়।

Advertisements

এদিন সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ বেলেঘাটা থানা এলাকার জোড়া পেট্রোল পাম্পের কাছে গীতাঞ্জলী আবাসনের বাসিন্দা আইনজীবী কোয়েল মুখোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ চড়াও হয় দুষ্কৃতীর দল। আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির সদস্যদের উপর হামলা করার চেষ্টা করে তারা। গুরুতর আহত হন কোয়েলের ভাই। আইনজীবীর অভিযোগ, চার পাঁচ জন দুষ্কৃতী জোর করে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাতে শুরু করে। আগ্নেয়াস্ত্রের বাটের আঘাতে তাঁর ভাই ও বাবা গুরুতর আহত হন। এমনকি তাঁর ভাইয়ের মাথায় সেলাই পড়েছে বলেও জানান তিনি। ঘরের আলমারি ভেঙে বেশ কয়েকটি গয়না চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

   

ঘটনার খবর পেয়ে পুলিশ আইনজীবীর বাড়িতে পৌঁছয়। পুলিশ সূত্রে খবর, এই হামলার পিছনে কোয়েল মুখোপাধ্যায়ের স্বামীকে সন্দেহ করা হচ্ছে। কোয়েল পেশায় হাইকোর্টের আইনজীবী। ১০ বছর আগে পেশায় একজন ফৌজদারি বিভাগের আইনজীবীর সাথেই বিয়ে হয় তাঁর। তাঁদের একটি ৫ বছরের কন্যা সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরেই স্বামীর সাথে সম্পর্ক ভালো নেই তাঁর। এই কারণে বাপের বাড়িতে এসে থাকছিলেন। কোয়েলের অভিযোগ, গত কয়েকদিনে বেশ কয়েকবার ভয় দেখানোর চেষ্টা করেছেন তাঁর স্বামী। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।