এক মাসের মধ্যেই ফের খুনের খবর শোনা গেল। গল্ফ গ্রিনের(Golf Green) রাজেন্দ্র কলোনিতে নৃশংসভাবে খুন এক যুবতী। বুধবার ঘরের খাটের তলা থেকে উদ্ধার হয় ওই যুবতীর রক্তাক্ত দেহ। যুবতীর নাম নাফিসা খাতুন। নাফিসা কাজ করতেন প্রিন্স আনোয়ার শাহ রোডের নামী শপিং মলের একটি দোকানে। নাফিসার মায়ের রয়েছে চায়ের দোকান। এদিন সকালে নাফিসার মা বাড়ি থেকে কাজে বেরিয়ে যান। তার মেয়েও জানিয়েছিল দোকানে যাওয়ার কথা। সন্ধ্যায় বাড়ি ফিরে মা মেয়েকে খুঁজে পায়নি। ঘরের ভিতর শুধু মেয়ের মোবাইল দেখতে পান। এরপর বাকি বোনেদের সঙ্গে নিয়ে খোঁজ শুরু করেন মা। তারপরেই খাটের তলায় টর্চ মেরে মেয়ের রক্তাক্ত দেহ চোখে পড়ে।
বাড়ি ফিরে মেয়েকে খুঁজে না পেলে মা প্রথমে শপিং মলে খোঁজ নেন। কিন্তু জানতে পারেন যে নাফিসা ওইদিন দোকানে যাননি। প্রতিবেশীদের কাছেও খোঁজ খবর নেওয়া হয়। কিন্তু তাদের কাছে কোনও খবর পাওয়া যায়নি। এরপর,মা তার অন্যান্য দুই মেয়েকে খবর দেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসে। এই সময় তারা খাটের তলা থেকে রক্ত ঝরতে দেখেন। এরপর দেখা যায় নাফিসার রক্তাক্ত দেহ খাটের তলায় পড়ে রয়েছে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গল্ফগ্রিন(Golf Green) থানার পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরাও ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সূত্রে খবর, ঋণ মেটাতে পিসির কাছে ১০ হাজার টাকা ধার চেয়েছিল। টাকা না দেওয়ায় পিসিকে খুন ভাইপোর। গতকাল রাতেই মৃতার ভাইপো সাবির আলিকে গ্রেফতার করা হয়। বয়স ৩৮-এর যুবক হরিদেবপুরের ঢালিপাড়ার বাসিন্দা। রাতভর জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় সে।