গণনার দিন সোনা মিলছে ৫৪,৬৫০ টাকায়, কলকাতায় কত?

আজই সেই মাহেন্দ্রক্ষণ যেদিন জানা যাবে কেন্দ্রে ক্ষমতায় ফের কে ফিরতে চলেছে। বিজেপি জিতবে নাকি ইন্ডি জোট? তা আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে…

আজই সেই মাহেন্দ্রক্ষণ যেদিন জানা যাবে কেন্দ্রে ক্ষমতায় ফের কে ফিরতে চলেছে। বিজেপি জিতবে নাকি ইন্ডি জোট? তা আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে এরই মাঝে দেশজুড়ে সোনা ও রুপোর দাম (Gold Silver Price) জারি হল।

আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে কিনতে যাওয়ার আগে জেনে নিন দাম। আজ ভোটের ফল প্রকাশের আগেই সোনা ও রুপোর দাম বেড়েছে। আপনি যদি সোনা ও রুপো কেনার কথা ভেবে থাকেন তাহলে জেনে নিন রেট। আজ শহর কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৭০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৬,৮০০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৭০০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬,৬৮,০০০ টাকায়।

   

অন্যদিকে ২৪ ক্যারেটে সোনার দাম ৭৬০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭২,৮৭০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৭৬০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭,২৮,৭০০ টাকায়। এবার আসা যাক ১৮ ক্যারেটের কথায়। আজ সোনার দাম ৫৭০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫৪,৬৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ৫৭০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৫,৪৬,৫০০ টাকায়।

রুপো কিনবেন ভাবছেন? তাহলে জানিয়ে রাখি, আজ ১০০ গ্রাম রুপোর দাম ১২০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৪০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ১২০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৯৪,০০০ টাকায়। আপনি যদি সোনার গয়না কিনে থাকেন তবে গুণমানকে কখনই উপেক্ষা করবেন না। হলমার্ক দেখেই গয়না কিনুন, এটাই সোনার সরকারি গ্যারান্টি। ভারতের একমাত্র সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) এই হলমার্ক নির্ধারণ করে। সব ক্যারেটের হল মার্ক মার্ক একেক রকম, দেখলেই বোঝা যাবে যে আপনি সোনা কিনেছেন।