কলকাতায় ২৪ ক্যারেটের রেট মাত্র ৫৮,৫৬০ টাকা, কমল রুপোর দামও

আজ সপ্তাহের তৃতীয় দিনে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আপনিও কি আজ ১০ জুলাই বুধবার সোনা বা রুপো…

gold price

আজ সপ্তাহের তৃতীয় দিনে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। আপনিও কি আজ ১০ জুলাই বুধবার সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন শহরে এর রেট কত।

বিগত আগের সপ্তাহ অবধি সোনা ও রুপোর দাম কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তবে গত ৪ দিন ধরে সোনার দাম বিশেষ করে কমেছে নয়তো অপরিবর্তিত রয়েছে। আজও কি দাম কমল নাকি বাড়ল তা জেনে নিন ঝটপট।

   

আপনিও যদি কলকাতা শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে জানলে খুশি হবেন, আজ আর শহরে নতুন করে সোনার দাম বাড়েনি। অন্যদিকে উল্টে রুপোর দাম কমে গিয়েছে। কলকাতায় আজ ২২ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম ৫৩,৬৮০ টাকা। ১০ গ্রামের দাম ৬৭,১০০ টাকা। এছাড়া ১০০ গ্রামের দাম ৬,৭১,০০০ টাকা।

এবার আসা যাক ২৪ ক্যারেটের প্রসঙ্গে। আজ শহরে ২৪ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম মাত্র ৫৮,৫৬০ টাকা, ১০ গ্রামের দাম ৭৩,২০০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৭,৩২,০০০ টাকা। এবার আসা যাক ১৮ ক্যারেটের প্রসঙ্গে। আজ শহরে ১৮ ক্যারেটে ৮ গ্রাম সোনার দাম মাত্র ৪৩,৯২০ টাকা, ১০ গ্রামের দাম ৫৪,৯০০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৫,৪৯,০০০ টাকা।

সোনার পাশাপাশি আজ রুপোর দামেও বেশ পরিবর্তন লক্ষ্য করা গেল কলকাতায়। আজ এক ধাক্কায় ৬০০ টাকা অবধি দাম কমেছে রুপোর। জানা গিয়েছে, শহরে আজ ১০০ গ্রাম রুপোর দাম ৬০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯৪৫০ টাকায়। এছাড়া এক কেজিতে ৬০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯৪,৫০০ টাকায়।