মাসের শেষ দিনে ব্যাপক সস্তা হল সোনা-রুপো, জানুন রেট

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম (Gold Silver Price) ব্যাপক ওঠানামা করছে। যার প্রভাব পরছে ভারতীয় বাজারেও। কখনও সস্তা তো কখনও এতটাই মহার্ঘ্য হয়ে উঠছে…

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম (Gold Silver Price) ব্যাপক ওঠানামা করছে। যার প্রভাব পরছে ভারতীয় বাজারেও। কখনও সস্তা তো কখনও এতটাই মহার্ঘ্য হয়ে উঠছে যে এই দুই ধাতু কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সকলকে। তবে আজ শনিবার ৩১ আগস্ট অর্থাৎ মাসের শেষে আরও স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাধারণ মানুষ।

এমনিতে প্রতিদিনই কলকাতা সহ সমগ্র দেশজুড়ে সোনা ও রুপোর লেটেস্ট রেট প্রকাশ পায়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। গতকালের মতো আজও সোনার দাম হুড়মুড়িয়ে কমেছে। কারণ আজ শহরে ১০০০ টাকা অবধি কমে গিয়েছে সোনার দাম। এছাড়া রুপোর দরও এক ধাক্কায় ১৪০ টাকা অবধি কমে গিয়েছে। ফলে দুদিন পর ফের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন সাধারণ মানুষ।

   

আজ প্রথমেই আলোচনা করা যাক কলকাতায় ২২ ক্যারটে সোনা কত টাকায় মিলছে। আজ শহরে ৮ গ্রাম সোনার দাম ৮০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৩,৫৬০০ টাকায়। এছাড়া ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমে মিলছে ৬৬,৯৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ১০০০ টাকা অবধি কমে মিলছে ৬,৬৯,৫০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের রেট প্রসঙ্গে। জানা গিয়েছে, আজ শহরে ২৪ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম ৮৮ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৮,৪৩২ টাকায়। এছাড়া ১০ গ্রামে ১১০ টাকা অবধি কমে ৭৩,০৪০ এবং ১০০ গ্রামে ১১০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭,৩০,৪০০ টাকায়। শুনতে স্বপ্নের মতো শোনালেও এটাই সত্যি।

অন্যদিকে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ৮০ টাকা অবধি সস্তা হয়ে মিলছে ৫৪,৭৮০ টাকায়। এছাড়া ১০০ গ্রামে ৮০০ টাকা অবধি সস্তা হয়ে মিলছে ৫,৪৭,৮০০ টাকায়। আজ সোনার পাশাপাশি সস্তা হয়েছে রুপোও।

জানা গিয়েছে, আজ তিলোত্তমায় ১০০ গ্রাম রুপোর দাম ১৪০ টাকা অবধি সস্তা হয়ে মিলছে ৮৭০০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৫০০ টাকা অবধি সস্তা হয়ে মিলছে ৮৭,০০০ টাকায়।