বছরের শেষ লগ্নে সোনার দরে ধাক্কা, ডিসেম্বরের মাঝামাঝি কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু

বিয়ের মরশুমে (Gold Price) আপাতত এক মাসের জন্য বিরতি পড়লেও উৎসবের আমেজে কোনও ভাটা নেই। বড়দিন, শীতকাল এবং বছর শেষের উৎসব—সব মিলিয়ে আনন্দে মেতে উঠেছেন…

Gold Price Today: December 17 Brings Noticeable Shift in Rates Across Cities

বিয়ের মরশুমে (Gold Price) আপাতত এক মাসের জন্য বিরতি পড়লেও উৎসবের আমেজে কোনও ভাটা নেই। বড়দিন, শীতকাল এবং বছর শেষের উৎসব—সব মিলিয়ে আনন্দে মেতে উঠেছেন সাধারণ মানুষ। কেনাকাটার তালিকায় যেমন পোশাক, গ্যাজেট ও উপহারের নাম রয়েছে, তেমনই অনেকের নজর থাকে সোনার দিকেও। বিশেষ করে উৎসবের সময়ে সোনা কেনাকে শুভ বলে মনে করা হয়। এই আবহেই সোনার দামে এল সামান্য পরিবর্তন। সোমবারের তুলনায় মঙ্গলবার অর্থাৎ ১৮ ডিসেম্বর দেশের বিভিন্ন শহরে সোনার দাম কিছুটা কমেছে।

Advertisements

সোনার বাজারে এই সামান্য পতন বিনিয়োগকারী ও ক্রেতা—দু’পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ সামান্য হলেও দামের ওঠানামা ভবিষ্যতের বাজারের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের স্থিতাবস্থা, ডলারের গতিবিধি এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতির প্রভাবেই মূলত এই পরিবর্তন দেখা যাচ্ছে। পাশাপাশি বছরের শেষের দিকে লাভ তুলে নেওয়ার প্রবণতাও বাজারে প্রভাব ফেলছে। এখন যদি শহরভিত্তিক সোনার দামের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা। একই সঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৮৬০ টাকা। পূর্ব ভারতের বাজারে এই দাম ক্রেতাদের কাছে তুলনামূলকভাবে স্থিতিশীল বলেই মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন, উৎসবের মরশুমে এই দামে সোনা কেনা লাভজনক হতে পারে।

   

রাজধানী দিল্লির বাজারেও সোনার দামে সামান্য হেরফের লক্ষ্য করা গিয়েছে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ২২ হাজার ৯০০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭০ টাকা। দিল্লির বাজারে সাধারণত সোনার চাহিদা বরাবরই বেশি থাকে, বিশেষ করে উৎসব ও বিয়ের মরশুমে। যদিও এখন বিয়ের মরশুমে সাময়িক বিরতি, তবুও উৎসবের কেনাকাটার কারণে বাজারে চাহিদা পুরোপুরি কমেনি।

মুম্বইয়ের বাজারেও প্রায় একই ছবি দেখা যাচ্ছে। আর্থিক রাজধানী হিসেবে পরিচিত এই শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১ লক্ষ ২২ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম সেখানে ১ লক্ষ ৩৩ হাজার ৯১০ টাকা। মুম্বইয়ে গয়না শিল্প এবং সোনার ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দামের সামান্য পরিবর্তনও ব্যবসায়ীদের নজরে থাকে।

 

Advertisements