উৎসবের মরশুমে সোনার ঝাঁঝ, দাম চড়ল লাফিয়ে

উৎসব মানেই আনন্দ, আর সেই আনন্দের অন্যতম অঙ্গ হল নতুন গয়না কেনা। বাঙালির ঘরে দুর্গাপূজা থেকে শুরু করে দীপাবলি, তারপরেই আসছে বিবাহের মরশুম—সব কিছুর সঙ্গেই…

Gold Price september-15-silver-prices-jump-in-kolkata-west-bengal-latest-rates-here

উৎসব মানেই আনন্দ, আর সেই আনন্দের অন্যতম অঙ্গ হল নতুন গয়না কেনা। বাঙালির ঘরে দুর্গাপূজা থেকে শুরু করে দীপাবলি, তারপরেই আসছে বিবাহের মরশুম—সব কিছুর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সোনা কেনার রীতি। তবে এবারের উৎসবের মরশুমে স্বর্ণপ্রেমীদের মুখে হাসির পরিবর্তে চিন্তার ছাপ পড়ছে। কারণ সোনার বাজারে একের পর এক রেকর্ড তৈরি করছে দামের উত্থান।

বর্তমানে বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ টাকার গণ্ডিতে পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, ২২ ক্যারেট সোনার দামও ৯০ হাজার টপকে গিয়েছে। এই ধারাবাহিক উত্থান সাধারণ ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীদেরও দুশ্চিন্তায় ফেলেছে। কারণ একদিকে যেমন গ্রাহকদের সোনা কেনার আগ্রহ কমে যাচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীরা ভাবছেন, দামের ওঠানামার ফলে বিক্রি কতটা প্রভাবিত হবে।

   

কেন বাড়ছে সোনার দাম?

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের দামের ওঠানামা, বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি পরিবর্তন—সব মিলিয়ে সোনার দামে চাপ পড়ছে। আমেরিকা ও ইউরোপের বাজারে মন্দার আশঙ্কা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন। ফলে চাহিদা বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে দাম। ভারতীয় বাজারও এর ব্যতিক্রম নয়।

সাধারণ মানুষের চিন্তা

একসময় বিয়ে বা পুজোর আগে সাধারণ মানুষ সোনা কিনে রাখতেন। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। দামের ধারাবাহিক বৃদ্ধি সাধারণ পরিবারের বাজেটের বাইরে চলে যাচ্ছে। অনেকেই তাই গয়না কেনার বদলে ছোটখাটো কয়েন বা হালকা গয়না কেনার দিকেই ঝুঁকছেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মহিলাদের কাছে এই বাড়তি খরচ একটি বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে।

ব্যবসায়ীদের উদ্বেগ

Advertisements

শুধু ক্রেতারাই নয়, স্বর্ণ ব্যবসায়ীরাও এই দামের উত্থানে উদ্বিগ্ন। কারণ উৎসবের মরশুমেই গয়নার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু যদি দাম এভাবে লাগাতার বাড়তে থাকে, তাহলে ক্রেতাদের ভিড় অনেকটাই কমে যাবে। অনেক ব্যবসায়ীর মতে, মানুষ হয়তো এবছর বড়সড় কেনাকাটা না করে সামান্য সোনাতেই সন্তুষ্ট থাকতে বাধ্য হবেন। এতে বাজারের সার্বিক বিক্রির ওপর প্রভাব পড়বে।

রুপোর বাজারেও উত্থান

শুধু সোনা নয়, রুপোর দামেও একই চিত্র দেখা যাচ্ছে। রুপো সাধারণত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কাছে বেশি জনপ্রিয়। কিন্তু লাগাতার দামের উত্থানে রুপোর গয়না বা পণ্য কেনাও কঠিন হয়ে উঠছে। ফলে রুপোর ব্যবসায়ীরাও কিছুটা সমস্যায় পড়েছেন।

ভবিষ্যতে কী হতে পারে?

অর্থনীতিবিদরা মনে করছেন, আন্তর্জাতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল না হওয়া পর্যন্ত সোনার দামে বড়সড় পতন আশা করা যাচ্ছে না। বরং আরও কিছুটা সময় দাম উচ্চস্তরে থেকেই উঠানামা করতে পারে। ফলে উৎসব বা বিয়ের মরশুমে যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের আগে থেকে বাজেট তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News