BJP: শাহর সভায় ঠাঁই না পেয়ে অনুপম বঙ্গ বিজেপির ‘খেলা’ বের করবেন

এর আগেও একাধিকবার বিজেপির রাজ্য নেতৃত্ব নিয়ে বোমা ফাটিয়েছিলেন তিনি।এবার ২৯ নভেম্বর অমিত শাহের বঙ্গ সফরের আগে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। দলীয়…

Anupam hazra attacks WB BJP

এর আগেও একাধিকবার বিজেপির রাজ্য নেতৃত্ব নিয়ে বোমা ফাটিয়েছিলেন তিনি।এবার ২৯ নভেম্বর অমিত শাহের বঙ্গ সফরের আগে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তিনি বললেন, শাহের বঙ্গ সফরের ডাক পাননি। যা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপির রাজ্য নেতৃত্ব।

অনুপম হাজরা এদিন বলেন, “আজকের বলে কথা নয় গত তিন বছরের ট্রাডিশন রাজ্য বিজেপি যখন কোন বড় মিটিং করে সেই মিটিংয়ে অনুপম হাজরাকে ডাকা হয় না। বা এমন সময় ডাকা হয় যখন ওই মিটিংয়ে আমি হয়তো পৌঁছাতে পারবো না। অমিত সাহাজি আসছেন আমি আপনাদের কাছ থেকে শুনলাম। আমার কাছে এখনও পর্যন্ত কোন আমন্ত্রণপত্র আসেনি। আশা করি আসবেও না। গত তিন বছরের রেকর্ড। আমিও সকলের মত বঞ্চিত।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির যে ২৬ জনের কোর কমিটি রয়েছে সেখানে আমি পশ্চিমবঙ্গ থেকে একমাত্র সর্বভারতীয় প্রতিনিধি হওয়া সত্ত্বেও রাজ্যের কোনোও বড় মিটিংয়ে আমার ঠাঁই হয়নি। তিনি বলেন আমি থাকলে এদের অস্বস্তি বাড়বে। এদের অনেক কিছু খেলা সামনে বেরিয়ে আসবে।

বুধবার ধর্মতলায় বিজেপির সমাবেশ। থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে, দলের একাংশের বিরুদ্ধেই ফের আক্রমণাত্মক অনুপম হাজরা। যদিও এপ্রসঙ্গে কোনও মন্তব্য় করেননি বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। কিছু বলতে চাননি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটের আগে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনুপম হাজরা। তবে সেবার লোকসভা ভোটে, বিজেপির প্রার্থী হিসেবে যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে হেরে যান তিনি। তবে এবছর জুলাইয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে অনুপম হাজরাকে ফের একবার রেখে দেয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।