BJP:কৌস্তভের বাড়ি থেকে চুরি গেল বিভিন্ন নথি সহ লাখ টাকার নির্মাণ সামগ্রী

ব্যারাকপুরের সেন্ট্রাল রোডে কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর নির্মীয়মাণ বাড়ি থেকে স্যানেটারি সামগ্রী,ইন্টেরিয়র ডেকোরেশনের বহু সামগ্রী চুরি হয়েছে। সবমিলিয়ে…

Koustav Bagchi

ব্যারাকপুরের সেন্ট্রাল রোডে কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর নির্মীয়মাণ বাড়ি থেকে স্যানেটারি সামগ্রী,ইন্টেরিয়র ডেকোরেশনের বহু সামগ্রী চুরি হয়েছে। সবমিলিয়ে আড়াই থেকে ৩ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। শুধু তাই নয়,বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নথিও চুরি হয়ে গিয়েছে বলে জানা যায় । এই বিষয়কেই কেন্দ্র করে চলছে নানান জল্পনা। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ।

ওই বাড়ির একটি ঘরে এই সমস্ত নির্মাণ সামগ্রী রাখা ছিল তালা বন্ধ অবস্থায়। সকালে মিস্ত্রিরা কাজে এসে দেখতে পান যে ঘরের দরজা তালা ভাঙা অবস্থায় রয়েছে। তাছাড়া,সমস্ত সামগ্রী সেখানে নেই। শুধু তাই নয়, রহস্যজনকভাবে একাধিক মামলার গুরুত্বপূর্ণ নথিও খুঁজে পাওয়া যাচ্ছে না । তা নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবী, যে চোর মামলার নথি চুরি করে কী করবে?

তিনি জানান, চুরি হয়ে যাওয়া নথিগুলির মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ মামলার নথি রয়েছে। পুরনো চেম্বারে জায়গা না থাকায় তিনি এখানে নথিগুলি এনে রেখেছিলেন। তাঁর প্রশ্ন চোর জিনিসপত্র চুরি করলে সেটা অবশ্যই বিস্ময়কর। তবে মামলার নথিপত্র চুরি করলে সেটা আরও আশ্চর্যজনক। এই ঘটনার পরেই থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ওই বাড়িতে যে সমস্ত রাজমিস্ত্রিরা কাজ করছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এর পাশাপাশি তাঁর অভিযোগ, এই এলাকায় চোরেদের উৎপাত যেমন বেড়েছে, তেমনই বহিরাগতদের আগমনও বেড়েছে। শাসকদলের লোকজন এখানে এসে নিয়মিত মদ্যপান করে থাকে। এ নিয়ে প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। আমি চাই এর সঠিক তদন্ত হোক।