ধনতেরাসের আগেই হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতায় কত জানেন?

পুজোর মরসুমেও সোনা ও রুপোর (gold and silver price) দাম কত হল তা নিয়ে নজর থাকে মহিলাদের। বিশেষ করে দুর্গাপুজো শেষ হলেও ধনতেরাস শুরু হয়ে…

Gold Rate Today: Yellow Metal Drops to 3-1/2-Week Low as Market Sell-Off Hits Bullion

পুজোর মরসুমেও সোনা ও রুপোর (gold and silver price) দাম কত হল তা নিয়ে নজর থাকে মহিলাদের। বিশেষ করে দুর্গাপুজো শেষ হলেও ধনতেরাস শুরু হয়ে যাবে। আর শাস্ত্রমতে, এই সময়ে যে কোননও ধাতু কেনা অত‌্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই পুজোর আনন্দে মেতে উঠলেও সকলেরই নজর থাকে সোনা ও রুপোর (gold and silver price) দামের উপর।

তবে সব পুজোর সময়ে দাম ছিল একেবারে আকাশছোঁয়া। তবে দাম কমেছে অনেকটাই। যার জেরে সামান্য স্বস্তিতে সাধারণ মানুষ ও স্বর্ণ ব্যবসায়ীরা। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে চড়তে শুরু করেছিল সোনার দাম।

দিনদিন সোনার দামে (gold and silver price) কতটা পরিবর্তন হল সেইদিকে নজর থাকে সাধারণ মানুষের। তবে সোনার দামের পাশাপাশি মানুষের নজর থাকে রুপোর দামের ওপরেও। এখনও পর্যন্ত অনেক বাঙালিই বিয়ে কিংবা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানের উপহার হিসেবে এই মূল্যবান ধাতুগুলো (gold and silver price) দিয়ে থাকেন। তবে ১২ অক্টোবর আজ কলকাতা শহরে ২২ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৫৬,৭৬০ টাকায়।

এখন উৎসবের মরশুম। তা শেষ হলেই শুরু হবে বিয়ের মরশুম। এই অবস্থায় সোনার দাম কমতে স্বস্তি মধ্যবিত্তের।শনিবার কলকাতায় বিশুদ্ধ সোনার বারের প্রতি ১০ গ্রামের দাম ৭৫ হাজার ৫০ টাকা। যা আগের দিন থেকে ৪৫০ টাকা কম। সোনার বার খুচরো কিনতে গেলে প্রতি ১০ গ্রামের জন্য দিতে হবে ৭৫ হাজার ৪০০ টাকা। 

Advertisements

হলমার্কযুক্ত সোনার গয়নার (gold and silver price) প্রতি ১০ গ্রামের দাম ৭১ হাজার ৭০০ টাকা। যা আগের দিনের তুলনায় ৭০০ টাকা কম। সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটা কমেছে। দিন কয়েক আগে প্রতি কেজি রুপোর দাম ৯২ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন তা কমে হয়েছে ৮৮ হাজার ৮০০ টাকা।সোনার দাম (gold and silver price) কখনও স্থির থাকে না। বাজারের ওঠানামার উপরে সোনার দামেরও পরিবর্তন হতে থাকে।