Buddhadeb Bhattacharya: বাড়ি ফিরতে চাইছেন বুদ্ধদেব ভট্টাচার্য

বাইপ্যাপ মেশিন সরিয়ে ফেলতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Former Chief Minister Buddhadeb Bhattacharya)।

Buddhadeb-bhattacharya2

বাইপ্যাপ মেশিন সরিয়ে ফেলতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Former Chief Minister Buddhadeb Bhattacharya)।  মঙ্গলবার থেকে সে কথা জানিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, বাইপ্যাপে একটি বড় মাস্ক থাকে, তাই সেটি দীর্ঘক্ষণ পরে থাকতে তার অস্বস্তি হচ্ছে ।

তবে বাইপ্যাপ সরানো যাবে কি না, তা কতক্ষণের জন্য, সেসব খতিয়ে দেখবেন চিকিৎসকেরা। বুধবার বৈঠকে বসছে মেডিক্যাল বোর্ড। সেই বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাকে রাইলস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছিল। সেই টিউব এবার সরিয়ে বুদ্ধবাবুকে সরাসরি খাওয়ানো হবে কি না, সেই বিষয়টাও খতিয়ে দেখবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কিছুক্ষণের জন্য বাইপ্যাপ মেশিন সরানো হয়েছিল। একটানা বাইপ্যাপ না দিয়ে মাঝে মাঝে ওই মেশিন দেওয়া সম্ভব হয় কি না, সেই বিষয়টিও বিবেচনা করা দেখবে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। শারীরিক পরীক্ষাও করা হবে। রক্তেন ক্রিয়েটিনিন, ইউরিয়া, শ্বেতকণিকার মাত্রা সহ রক্তের নানা পরীক্ষা করা হবে।

Advertisements

উল্লেখ্য, গত শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতালে ভর্তি করার সময় আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে প্রথমে তাকে ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হওয়ায় তাকে নন ইনভেসিভ ভেন্টিলেটরে আনা হয়েছে। মঙ্গলবার পুরোপুরি জ্ঞান ফিরেছে তার।