SSC: ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাক্তন উপদেষ্টা

শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে এবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এস পি সিনহা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেউ…

শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে এবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এস পি সিনহা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেউ প্রধান বিচারপতির দ্বারস্থ হন এস পি সিনহার আইনজীবীরা। এদিকে মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। শুক্রবার দুপুর ১২টার সময় এই মামলার শুনানি রয়েছে। জানা গিয়েছে, এদিন বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলার শুনানি হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছে সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ। আবদুল গণি আনসারির করা মামলায় বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতে জানান, একক বেঞ্চ বিবেচনার পর এসএসসি-র উপদেষ্টা এস পি সিনহার সম্পত্তির হিসেব হলফনামায় তলব করেন। ৩০ মার্চ এই হলফনামা দেওয়ার নির্দেশ ছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আপিল মামলা করেন এস পি সিনহা।

ডিভিশন বেঞ্চ আরও জানায়, এসএসসি-র উপদেষ্টার হলফনামা কোনও মামলার পক্ষকে দেওয়া যাবেনা। মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়ে ওই হলফনামা খুলে তা দেখতে পারবে একক বেঞ্চ।