অমিত শাহের জন্য মমতার কথামতো থাকছে রসগোল্লা ও দই? যা বললেন সৌরভ

ঘোর বিপাকে মহারাজ। তিনি পড়েছেন মাঝখানে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) অন্যদিকে মুখ্যমন্ত্রী। দুই যুযুধান পক্ষের বাউন্সার সামনে ব্যাট করা কঠিন। তবে রানিং বিটুইন দ্য…

amit-rasgolla

short-samachar

ঘোর বিপাকে মহারাজ। তিনি পড়েছেন মাঝখানে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) অন্যদিকে মুখ্যমন্ত্রী। দুই যুযুধান পক্ষের বাউন্সার সামনে ব্যাট করা কঠিন। তবে রানিং বিটুইন দ্য উইকেট সূত্র মেনে সৌরভ সামাল দিতে প্রস্তুত।

   

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুই দিনের সফরে বিশেষ আকর্ষণ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাসভবন যাওয়া। শুক্রবার রাতে অমিত শাহ যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। রাজনৈতিক মহলে গুঞ্জন, এবার কি বিজেপিতে যোগদান করবেন সৌরভ?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অবারিত দ্বার সিপিআইএমের শীর্ষ নেতা তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যর। তিনিই একমাত্র সৌরভের মেন্টর বলে পরিচিত। ফলে সৌরভ কিছুটা বাম ঘেঁষা বলে চর্চিত। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের সুসম্পর্ক। আর বর্তমান বিসিসিআই সভাপতি হবার সুবাদে সৌরভ হলেন অমিত শাহর নজরে থাকা ব্যক্তি। শাহপুত্র জয় ঘনিষ্ঠ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ২০০৮ সাল থেকে অমিত শাহকে তিনি চেনেন। তবে এর আগে এতটা আলাপ ছিল না। এখন ছেলের সঙ্গে বিসিসিআইয়ের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তাই তাঁর বাড়িতে আসা স্বাভাবিক। অমিত শাহকে আপ্যায়ন করার পর তাঁর জন্য সৌরভ পরিবারের মেন্যুতে কী থাকবে? তা নিয়ে জল্পনাও প্রবল।

এদিকে অমিত শাহের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেশি করে বাংলার বিখ্যাত দই এবং রসগোল্লা খাওয়ানোর কথা বলব। মেন্যু নিয়ে বিসিসিআইয়ের সভাপতি বলেন, কী রান্না হচ্ছে জানিনা। তবে উনি নিরামিষাশী। সেই ধরনের খাবার ব্যবস্থা করা হবে।
বিজেপির সাংগঠনিক বৈঠক সেরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শাহ। সেখানে নৃত্য পরিবেশন করবেন সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়। এরপরে সৌরভের বাড়িতে যাবেন তিনি। উপস্থিত থাকবেন সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায় এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং দাদা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।