Food inspector: নিয়োগের দাবিতে অনড়! চাকরিপ্রার্থী-পুলিশের ধস্তাধস্তিতে ধুন্ধুমার খাদ্যভবন চত্বর

২০১৮ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ফুড ইন্সপেক্টর(Food inspector) পদে ৯৫৭ জনকে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের খাদ্য ভবনের সামনে ধর্না দেন চাকরি প্রার্থীরা। প্রায় ৪ ঘন্টার অবস্থান…

Food inspector: নিয়োগের দাবিতে অনড়! চাকরিপ্রার্থী-পুলিশের ধস্তাধস্তিতে ধুন্ধুমার খাদ্যভবন চত্বর

২০১৮ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ফুড ইন্সপেক্টর(Food inspector) পদে ৯৫৭ জনকে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের খাদ্য ভবনের সামনে ধর্না দেন চাকরি প্রার্থীরা। প্রায় ৪ ঘন্টার অবস্থান বিক্ষোভের পর নিউ মার্কেট থানার বিরাট পুলিশ বাহিনী চাকরি প্রার্থীদের বিক্ষোভ তুলে দিতে উপস্থিত হয়। চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলতে গেলে ধস্তাধস্তি লেগে যায় পুলিশের সঙ্গে। খাদ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

ফুড ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য ২০২০ সালের ৩১ ডিসেম্বর যে প্যানেল প্রকাশ হয়, তাতে ৯৫৭ জনের নাম ছিল। ১০০ জন চাকরি পেলেও নিয়োগে স্বচ্ছতা নেই অভিযোগ তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। কিন্তু তারপর থেকে এখনও নিয়োগ না হওয়ার কারণে অবস্থানে বসেন চাকরি প্রার্থীরা। তাদের অবস্থান বিক্ষোভ তুলতেই উদ্যোগী হয় পুলিশ। 

এদিন প্রায় ৪ ঘন্টা ধরে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। বারবার পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীদের বক্তব্য ছিল, “আমাদের প্যানেলে কোনও স্টে নেই। তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না। সেই কারণেই আমাদের বিক্ষোভ। যতক্ষণ না নিয়োগ করা হচ্ছে আমরা উঠব না”। আন্দোলনকারী চাকরিপ্রার্থীর আরও দাবি করেন, তারা একাধিকবার অনেক মন্ত্রীর সঙ্গে দেখা করে, বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাদের। প্রতিশ্রুতি দিয়েও চাকরির না মেলার পরই তাই তারা আন্দোলনের পথ বেছে নেন।

Advertisements

এরপরে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। অবস্থানরত চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে। অবিলম্বে মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করুক সরকার, এমনটাই দাবি তুলছে চাকরি প্রার্থীরা।