কোভ্যাকসিন দেওয়া বন্ধ থাকবে, ঘোষণা মেয়রের

দেশে ক্রমশ নিম্নমুখী করোনার সংক্রমণ। সেইসঙ্গে দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে রাজ্যেও হু হু করে নামছে কোভিডের…

কোভ্যাকসিন দেওয়া বন্ধ থাকবে, ঘোষণা মেয়রের

দেশে ক্রমশ নিম্নমুখী করোনার সংক্রমণ। সেইসঙ্গে দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে রাজ্যেও হু হু করে নামছে কোভিডের গ্রাফ। এরই মাঝে ভ্যাকসিন নিয়ে নতুন নয়া ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম।

তিনি জানান, আপাতত ২ সপ্তাহ কোভ্যাকসিন দেওয়া বন্ধ থাকছে। ১২ থেকে ১৪ বছর বয়সিদের জন্য ৮৮ হাজার ভায়াল এসেছে পুরসভার হাতে।

তিনি আরও জানান, সোমবার অর্থাৎ ২১ মার্চ থেকে কলকাতা পুরসভার কোভ্যাক্সিন সেন্টারগুলিতেই ১২ থেকে ১৪ বছর বয়সিদের জন্য মিলবে করবেভ্যাক্স। মোট ৩৭টি পুর স্বাস্থ্য কেন্দ্র ও চেতলা গার্লস হাইস্কুলে টিকাকরণ শুরু হবে। এই ভ্যাকসিনের দুটি ডোজ ২৮ দিনের ব্যবধানে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Advertisements

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সব অভিভাবকদের তাদের বাচ্চাদের টিকাকরণ কেন্দ্রে নিয়ে যেতে আহ্বান জানিয়েছেন।